অন্ধকারে তলিয়ে যাওয়া
বস্ত্র সুতির শরীর খানি
গঞ্জ থেকে গঞ্জে ফেরা,
চাষাবাদের শস্য ঘানি ।।
নদনদী তীর, খেত খামারে
আলগা করা চিকণ আলে
স্মৃতির ভিতর অজস্র খাদ
সবুজ মাঠের রঙ সরালে ।।
পাঠ চুকিয়ে হাজার জীবন
ঢেউ খেলে যায় মরুদ্দ্যানে
মাঠের ভিতর শব্দ বুনন
কান্না ব্যাকুল অধীর ত্রাণে ।।
সূর্য প্রতিম প্রখর খরায়
ফুল ফুটে যায় রক্ত সিঁদুর
রঙ পলাশের বৃন্ত শাখায়
কোন রমনী মৌন বিধুর ।।
দুখের আঁচল জড়িয়ে গায়ে
যে বিধবার ক্লান্ত শোক
সুতির বস্ত্র নেতিয়ে পড়ে
মুছতে থাকা অশ্রু চোখ ।।