থাক  সেসব কথা,
           যা থাকে  লেখা,
                   নিয়তির পরিহাসে
বোঝাপড়া সাক্ষীতে,
         দুর্বিষহ  ক্ষমতার
                       দর্পিত  ত্রাসে ।।

এখনই চুকিয়ে ফেলি,
            দলাদলি  সম্ভাব্য
                        প্রমিত  সবলে
বিবেচকহীন,
          আজন্ম  সাধনায়,
                  প্রকৃতির  ক্ষুধানলে ।।

গাঁটছড়া বাঁধি আজ,
              জীবন-যোগে
                  জীবনের  প্রতিশ্রুতি
সিঁদুরের অনুরাগে,
        নবরূপে প্রেয়সীর
                  প্রাণে, অজ্ঞাত ত্রুটি ।।

অভিশঙ্ক ধিক্কারে
       আড়াল  করে রাখা
                ললাটে  রক্তের টিপ
সমাজ দ্রোহে, তবুও...
        জ্বলে ওঠে  গোপনে
                 সে  আমার  প্রদীপ ।।