সাজিয়ে ভাঙার  বিফল প্রয়াস
       ললিত  স্বপ্ন ঘরে
আকাশের নীড়ে ঘর বাঁধা কার
       থাকবো গুপ্তচরে।

ধ্বংসের  মুখে  নিজেকে দেখি
      স্বপ্নের স্মৃতি মোহে
অনুনয়ে  আজ  উদ্যোগ গড়ি
      বিঘ্নিত  সমারোহে।

যতবার গড়ি, ততবারই ভাঙে
      দিশেহারা পক্ষতে
ফিরে তাকাব ভীরু কেন আজ
      মহত্ত্বের  ঔদ্ধতে।

সারা জাগিয়ে দুলে দুলে যায়
     কেঁপে ওঠা নিমগ্নে
তরঙ্গতে  কার  পদধূলি ওড়ে
    পরাভূত দোষী লগ্নে।

আলোর অধরে  জীবন্ত প্রাণ
    খেলা করে  উল্লাসে
কালির ধারায়  জ্বলন্ত-আঁখি
    নিভে যায় উত্ত্রাসে।

গুপ্ত- মননের  চেতনায় রাঙি
    নীরবেতে খুঁজি ঠাঁই
অদৃশ্যের বুকে  মাথা রেখেছি
     অভেদ্য  দুরাশায়।