গ্রহণ করে চলি
নিত্যগতিশীলে,
সংগ্রহ করি... বুক ভরা
বেদনার বায়ু,
এর কী গভীরতা...
চোখে দেখি না...!
মেপে দেখি না পরিমিতি
দৈর্ঘ্য প্রস্থ ব্যাসার্ধ।
কুঁড়ে কুঁড়ে খায় আমার
বিপন্ন অঞ্চল,
তবুও আমি আরামে থাকি...
কেউ জানে না...
কৃষ্ণাকাশের ম্লান ছায়ার আবরণে
করে তোলে কখন,
আমাকে অদৃশ্য....
কেউ জানে না...!