মৃত্যুর মুখোমুখি
অন্ধকারের স্রোতে
ক্রমাগত আমি
অসহ্য পীড়িত
আকাঙ্ক্ষায়
ঢেকে যাব নির্বাসনে
লজ্জিত চোখে,
মাথা নত করে
দাঁড়াবো একাকিনী
অসন্তোষ কেবল
দুঃখের মাঝে
ছড়িয়ে থাকা ভয়ে।
বিষাদের স্বাদে
জ্বলন্ত আগুনে
নিজেকে পোড়াবো
আত্ম পতঙ্গভুক
সেই শৈশবে,
নিঃশ্বাসে গভীর রাত
সাদা হয়ে
ফিরে আসে যদি
আমার জীবনের শেষে
তীক্ষ্ণ চাহনি
বিছিয়ে দেব,
তবু নতুন জীবন চাব না।
জানি না,
দীর্ঘ যৌবনে ঋতুস্রাবের
রক্ত জ্বলে উঠে
শরীরে আশ্রয়
খোঁজে কুসুম বলয়,
চন্দনের বুকে
স্নেহের গন্ধ,
জড়িয়ে ধরে
বেঁচে থাকতে চাই শাশ্বত
কিন্তু আমি
ভয়ংকর মৃত্যুদণ্ডযোগ্য
আত্ম-বিয়োগে।