কবে যেন গিয়েছিলেম তোমার নিমন্ত্রণে
দীপ্ত ঘরে পাতিলে আসন, বসি শুভক্ষণে
দ্বার দুয়ারে এলে তোমার পাত্র লয়ে হাতে
কী সুধা যে করালে পান, মধুর আপনাতে।
দীন আমি রাত্রি যামির ভিখারি লালায়িত
আপন হাতের পরশ পেয়ে হৃদয় বিকশিত
দুর্গম পথের এই পথিকের আত্মীয়তায় যবে
রাখিলে নিজ আগলে মোরে, মননেতে রবে।
আশ্রয় তোমার শয্যা তলে আঁচলেতে ঢাকা
তোমার সাজে চিত্ত যে মোর পটরূপে আঁকা
তোমার ঘরের বাতি জ্বলে মাটির প্রদীপ যত
ঘর কর্ণারের দেয়াল জুড়ে, হয় বিম্বিত ।
কেটে গেছে অনেক সে দিন,আজকে মনে পড়ে
তোমার দেশে গিয়েছিলেম, চিত্তে বেদন ভরে
মিটিয়েছিলে সব বেদনাই, পরশ তোমার দিয়ে
অনাহত শরীরে মোর, গভীর হাত বুলিয়ে।
আলোর যাত্রী দিবস রাত্রি করে ফেরাফেরি
বিষন্ন আমি আঁধার ভয়ে তোমায় রহি ঘেরি
জানি আমি তোমার মাঝে দ্যুতি রহে সঞ্চিত
তোমার মাঝে পূর্ণ আমি,আজকে যেন বঞ্চিত...!