যাবার পথে  ধূম্র ওড়ে
আঁধার ঘনায়  অন্তরে
                বিষণ্ণতায়  অশ্রু ঝরে
                আঁখির কোণে  মন্থরে।

ললাট জুড়ে সিঁদুর কণা
সিঁথিরাঙায় গীত সাধনা
            চরণ তোমার ছুঁতকামনা
            হাজার কোটি  উন্মাদনা।

জলে ভাসে  কাদা-মাটি
মূর্তি অরূপ খড়ের আঁটি
              দিগ্বলয়ের  কান্না-কাটি
              শূন্য হলো  আলয় বাটি।

এসো তুমি ক্ষণেক তরে
যোদ্ধা  রূপে  চরাচরে
             পাতক নাশে পথটি ধরে
             আসবে তুমি  বছর পরে।