ঘুম এসেছে,  না ভাঙা  ঘুম
                  আজকে আমায় শান্তি দেয়
স্বপ্নে জ্বলে  আগুন কামান
                   রক্ত  ব্যয়ে........কেড়ে নেয়।

দেহের মাঝে আগুন জ্বেলে
                  আত্মাকে  আজ  হত্যা করি
জ্ঞান হারানো  আত্ম শোকে
                   জড়িয়ে  তাহার পায়ে  ধরি।

এপার থেকে  আর কী পাবো
                    দৃষ্টি  এখন  আলগা  দিশে
অতল থেকে  উঠতে গিয়েও
                    অতলে যাই  আবার মিশে।

খাদের  নীচে  লুকিয়ে থাকি ...
                     নিজেই  এখন  হত্যাকারী
চলছি এখন  আগুন স্রোতে
                   নিজেই নিজের  শত্রু ভারী।

সূর্যালোকে  জীবন  আমার......
                   ..... নিজেই  পুড়ি  অগ্নিময়
ঘুম এসেছে,  না  ভাঙা  ঘুম....
                 ......অনন্ত  কাল ... শান্তিময়।