বৃথা  কেন জ্বালো, যদি নিভাতেই হয়
মোমশিখা, আঁধারে  জীবন হবে  ক্ষয়
মোর শিখার সম্মুখে  বসালে আমারে
জন্মদিনে, কলনাদ  উচ্ছ্বসিত ঝঙ্কারে
তবে কি আঁধারেই করবে  গান গেয়ে
মোর সুখকামনা, ঈশ্বরের কাছে চেয়ে..!