ওগো রূপের শ্রীময়ী
হয়েছ আজ বিজয়ী
নিখিল মরুতে ভরিলে তরুতে
পাণির স্পর্শ স্নেহময়ী ।।
তুমি বিশ্বের লতিকা
ভয়হীন সহ-সাহসিকা
করিলে শাসন লুটিলে আসন
টুটিলে রুদ্ধ-যবনিকা ।।
আছো নিখিল আকাশে
শরতের শ্বেতকায় কাশে
রাঙা দুটি চরণে ফেনি বায়ু পবনে
পাতকী মরিল হাহুতাশে ।।
সর্বশক্তিতে বিরাজিত ত্বরা
আগলায়ে রাখিছ বসুন্ধরা
দশভুজাদশঅস্ত্রে বিজয়িনীসহস্রমন্ত্রে
ঘুচাইলে কালো তমসাঘরা ।।