যবে  নিদ্রিত শয়নে
         হেরি  সহসা স্বপনে
খটমট ধ্বনি শুনি  কাহার যেন  পায়
কে যেন  মোর  শিয়রে এসে দাঁড়ায়!

কার যেন হাত দুটি
           পরশ  কমলে  লুটি
যবে মোর কপালে  আলতো ছোঁয়ায়
কে যেন  মোর শিয়রে  এসে  দাঁড়ায়!

যবে মম আঁখি মেলে
            দুয়ারের  খিল  ঠেলে
এক-পলক  তাহারে  দেখিতে  যাই
বাহিরে যেতে যেতে নিমেষে মিলায়!

ফিরিতে আপন ঘরে
            কেঁদে মরি অকাতরে
পুড়িয়েছি  যারে আমি  বহ্নিশিখায়
যে ছিল শিয়রে মোর, সে আর নাই!