অস্তপারে, আর ডেকো না
            আসবে যখন  রাত ঘনিয়ে
কৃপার শাসন  বেদন নিয়ে
           ভালোবেসো না  মূল্য দিয়ে।

দুঃখ সুখের  জলের স্রোতে
          লাঞ্ছনা মোর  সব ভেসে যায়
কোন কূলে তার  হবে যে ঠাঁই
           এখন কী তা  আমার মানায়..!

মূল্য কিছুই  চাইনি আমি
               যা চেয়েছি  সৎ বিধাতার
পায়ের কাছে এখন তোমার
           চাইতে গেলে পাই  তিরস্কার..!

এই যে আমি ক্ষয়িত এখন
               অচিরেই আজ  ঝরে পড়ি
তিরস্কারের  দানের  জরি
               কেমনে আজ  হিসাব করি...!