যখন তুমি থাকলে
ক্ষিতির বিপরীতে
কত না কথাই
তোমায় বলি বিতর্কিতে
যখন তোমার সামনে আমি যাই যখনই
সব কথা যে...
কোথায় হারায় আতঙ্কিতে...!
যখন তুমি
লজ্জা ভাবে চোখের আড়ে
চেয়ে থাকো
লজ্জা রাগে যেই আমারে
হঠাৎ তখন বুকের মাঝে তড়িৎ প্রভায়
হৃদয় আমার
কাঁপতে থাকে একনাগাড়ে..!
যখন তুমি
হাসতে থাকো শীধুর হাসে
চুল উড়িয়ে
শরীর দোলাও অভিলাষে
এমন অরূপ যখন দেখি নিষ্পলকে
রসের ধারা...
ঝরতে থাকে প্রাণ উদাসে..!
যখন তুমি
সামনে আসো নূপুর পড়া পায়
তখন আমার
শ্বসনক্রিয়া রূদ্ধ যেন প্রায়
ধ্বংসশরীর শিহরিতে দৌড়ে যখন যাবো
পা চলে না
অসাড় হয়ে থমকে কেবল যায়...!