বার্তা আসে না যখন, অগত্যা শিরশির করে ওঠে মন
এলিয়ে পড়ে  আঙুল গুলো, সিক্ত  হয়ে যায় চোখের
পাতা বর্ষায়।

হাসফাস  করে ওঠে  প্রাণ, সেই অস্থিরতায়, বারবার
ভেসে ওঠে  ছবি খানি, আমার  চশমার  কাঁচ  ভিজে
যায় কুয়াশায়।

শূন্যতায় আমি  মগ্ন হয়ে উঠি, পাথরের দেয়াল ভেদ
করে ছুটে যাই, উপহাস করে, সকৌতুকে, বিষন্নতায়
বিহ্বল করে দেয়, শরীর আমার  বিস্মৃতির ছায়ায়।

সবকিছু ভুলে থাকতে পারি, কিন্তু অস্তিত্ব..! অস্তিত্বহীন
পর্দা ভেঙে সে খেলা করে বেড়ায়, ছায়ার সাথে, কঠিন
হাতে  কঠোর হয়ে স্পর্ধা দেখাতে যাই আমি, অভূতের।

মনে শুধু ঘৃণা জন্মায়  বার্তা না আসার প্রতীক্ষায়, ভুলে
যাই নিজেকে, আর  কতদিন, আর  কত ক্ষণ, ঠিক
এভাবেই....,!  থাকি বেহাল দশায়..?

মহাবিশ্ব  জগতের মাঝে  থেমে যায় কলরব, করি না
অনুভব, পরাভব শুধুই বলিদান..? নিথর ভাবে পড়ে
থাকে প্রাণীজগৎ  কীটপতঙ্গ, উষ্ণ দেহ, শীতল হতে
হতে, হয়ে যায় হিমশৈল, এবং একসময় আমিও।..
বার্তা না আসার...প্রতীক্ষায়..!