ইট পাথুরে  শক্ত দেয়াল
          ভাঙবো এবার  নিজের হাতে
পিঠ ঠেকানো  শান্তিসুখে
          রইবো না আর  অলস তাতে ।।

রোদ পোড়ানো  মাটির বুকে
               সভ্য আমি  ছুটছি বেগে
উষ্ণ মরুর  জল পেয়েছি
           আশ্রয়ে তাই  রইবো জেগে ।।

কোন শতকে  বীজ বুনেছি
            আশার কুসুম  নতুন ত্রাণে
সঙ্গী আমার  জীবন রেণুর
            স্বপ্নে স্বাধীন  দান বিধানে ।।

সূর্যালোকের  রশ্মি-রেখা
          দেহের মাঝে  আজ সঁপে যায়
উঠবো বেড়ে গাছের মতন
              সঞ্জীবনীর   লতায় পাতায় ।।

হাতদুটো তাই, বাড়িয়ে রাখি
               ভরবো যখন  সকৌতুকে
নিত্য আমি  প্রায়  হেরে যাই,
               প্রয়াস এখন, ভরসা বুকে ।।