ধ্বংস করে
যাও চলে আজ ধ্বান্ত লগনে
লুব্ধ আমার
যুগল নয়ন রহে অন্বেষণে..
অধর তোমার
বিধুর গোপন হাস্য প্রমাদে
ধ্বংস করা
জীর্ণ হৃদয় সহাস্যতায় কাঁদে..!
অঙ্গে তোমার
ভূষণ নতুন, জীবন পুষ্পে জাগে
বাসর ঘরে
সাজায় কে আজ লুব্ধ অনুরাগে..?
আপন হাতে
আলতা মাখা রক্ত চরণ তলে
কার ঘরে আজ
নব্যবঁধুর বেশ ধরো কল্লোলে..?
জয়ী তুমি..
সত্য আজি, মিথ্যা আমিই কেবল
সাধ ছিল যা
সাধিতে গিয়া, পাইনু দণ্ড ফল..!
ফুলের মধুর
প্রেম মাগিয়া যেই মলয়ে যাই
পরশ দেওয়া
ফুলের কলি নিঃস্বরে শুকায়..!