পন্থার অধিকারে  আজ,  পথ খুঁজি  অছিলায়
চঞ্চল মূর্তি, দেবালয়ে  এনে বসাব, অবগাহনে
নিষ্ফলা দুটি দেহে, সন্নিবদ্ধ আলিঙ্গনের জাল
মদোন্মত্ত গন্ধে  ভরে যাবে দেহ, তোমার ঘ্রাণে ।।

মৃতরাত্রি  শয্যার পাশে,  বসে থেকো একবার
ব্যাধির ঘোরে  জেগে উঠবে  আমার  সভ্যতা
স্মরণীয়  বাগদানের সজ্জায়,  সমাপ্ত স্বাক্ষরে
ছেয়ে যাবে  সমগ্র নভশ্চর, তোমার সমাগমে ।।

কখনো  প্রকাশ্যে বলার,  স্পর্ধা  দেখাবো  না
দূর থেকে  শুধু  মোহিত হয়ে থাকব  একান্তে,
কাল পেড়িয়ে  কালের স্রোতে  তোমায় দেখে
জ্বলমান সূর্যে  চোখ পোড়াবো, দ্রাবিত চূড়ায় ।।