রশ্মি প্রাতে  উঠেছি  শয্যা ছেড়ে
    ছুটেছি  অজানা সূদুর পথে,
চলেছি  হাজারো  স্বপ্নের খোঁজে
    পাইনি কূল  সাগরের  রথে !

ভেসেছি স্বপ্নের  সেই  ভেলায় চড়ে
        মলিন নদের  দীর্ঘ তীরে,
ক্ষত হয়েছে শরীর  বিবিধ আঘাতে
      প্রাণে  এসেছে  মৃত্যু ঘিরে !

হাল ছাড়িনি  পূর্ণ সফলের আশায়
        হয়েছি কেবল  শুধুই ব্যর্থ,
তবুও  কিসের আশায়  আছি বেঁচে
       আমি তো  নিজেই  অনর্থ !

ছাড়তে চেয়েছিলাম  পৃথিবীর আলোক
        রেখা, শ্রান্ত  কটু  অপমানে,
মায়ায় জড়িয়ে  হয়নি  ছাড়া, পৃথিবীতে
         নতুন রূপে  বাঁচার  গানে !