এখন আর সৃষ্টি হয় না, শুধু ধ্বংসের দিকে মন কাড়ে
ঘুমঘুম চোখে শরীরে আগুন জ্বলে, গর্ভে তরল আগুন
নিভৃতে যখন একাকার, হয়ে উঠি আগুনের সহবাসী।
প্রসঙ্গ এড়াই...
শত প্রশ্নের,
নিশ্চয়তা যেন অসংযত ক্ষয়...
শুধু চিনতে ভুল করি, মুহুর্ত বদলে যায় ভগ্নাংশে দিব্যি
অদৃশ্য বস্তুর উপর হাত রাখি ভরসায়, সমর্পণে মাত্রই
ক্লান্তি লাগে, ক্লান্তি লাগে অবৈধ নিঃসঙ্গতায়...
ক্ষমতার অন্ত
বিশ্ব-জগতে
বিষ নিস্তরণে.. চুমু খাই
মৃদুতর পতঙ্গের ঠোঁটে,
শুধু ছড়িয়ে যাই, শূন্যতায় প্রবীণ হয়ে উঠি শব্দে আরও
ধ্বংসের সিঁড়ি বেয়ে উপরে উঠি, ধ্বংসাত্মক জানালায়
রাখি চোখ, শুধু মন কাড়ে, ছাই হই, ছাই হই অবান্তরে
বুকের ভিতরে দগ্ধ আগুনে,
এখন আর সৃষ্টি হয় না,
শুধু ধ্বংসের দিকে
মন কাড়ে... নিরন্তর...।