কালো রাতের  মেঘ ভেঙেছি  তিয়াস মতির  সাধে
কাঠ ভেঙে আজ  মই গড়েছি  চড়বো  গগন ছাদে।

খাদ  গুলোকে  ভরাট করে, আছড়ে  পড়ার পালা
কূপ কুহরের  কানায়  কানায়, ভরায় তরল  জ্বালা।

দুধ সাগরের  ঢেউ তুলে খাই, যায় ডুবে  দুই চোখ
ভুল-বশত  চান সেরেছি, টলছে... জলের....শোক।

সময় এখন  ডিঙিয়ে যাওয়ার, ছোট্ট দেহের সাথে
দিনের আভার  জন্ম বুকের, শৈত্য বায়ের...রাতে।

মাঠ মহলের  অন্ধকারে, ঢেউ  খেলানোর...জলে
আঁধার  যখন  দিগন্তময়, শ্বেত.... চাদরের তলে।

চক্রবালে  গাছের  সারি, জোনাক  জ্বলে  লীলায়
কণা যখন তৃণেরডগায়, মাধুর্যতে সে শোভা পায়।

ইচ্ছে জাগে  মাথায় চড়ি, সোপান  তোমার  ভারী
ভাঙবো  আমি  তীব্র  ঘায়ে,.... নদ্ধ.... অহংকারী।

কাঠ ভেঙে তাই  মই গড়েছি, চড়বো যখন চূড়ায়
এক-পা করে  যতই এগোই, ততই... সরে  যায়..!