কিছু কথা গভীরতম
অজ্ঞাত-সারেই আসে
কিছুটা আলতো ভাষায়
কিছুটা অপ্রকাশে।
ভালোলাগায় ভালোবাসি
ভুলত্রুটি করি ; হায়
বিদীর্ণ জীবন মোর
ভ্রমিক কেন অসহায়..!
মূর্তিরূপী লাগে ভালো
আছে হাজারো রূপ
মুগ্ধিত রহি হেরিয়া
তায়; নিস্তব্ধতায় নিশ্চুপ।
কেন শুধু ভালোলাগা
স্নেহমায়ার মোহ প্রায়
ডুবে যায় গহীনে মম
মোহ কাটি খুঁজি আশ্রয়!
প্রেম মোর দিন-রজনী
কভু আসে কভু যায়
ধরি রাখি কোন আশে
প্রাণে মোর প্রেম নাই।
কে তুমি কোন প্রেয়সী
চক্ষুমম দিলে খুলিয়া..?
উষ্ণাবেগী নয়নে মোর
ভ্রান্ত সকলই বিকশিয়া।
শ্রান্তি-হীন দিবা-রাত্রে
তব নাম করিয়া স্মরণ
রক্তস্নাত হৃদয় তলে
গর্জে ওঠে অণুভাপ্রবণ।
সবই আজ গেছে থামি
গগনেতে গেছে মিলায়ে
উষ্ণাবেগী ক্ষীণ মোহ
ঊর্মিমালীর প্রবল বায়ে।
আজও কারো বাসি..
নাই ভালো; শুধুই খুঁজি
নিগূঢ় কথা তব আজ
অন্বেষণ করিয়া বুঝি।
যে নয়নে শুধু প্রেম
আছে, ভালোবাসা নাই
সেই নয়ন আচ্ছাদনে, শ্রেয়
আঁধারে ঢাকিয়া রাখায়।