এ মহাবিশ্ব ব্রহ্মান্ডের আছে যত সৌন্দর্য
সবই তাহার ধার করেছে, তোমার চোখের মাধুর্য।

লোকমুখে যেমন করে চন্দ্র হলো প্রিয়
তেমনি করে আমার কাছে তোমার চোখই শ্রেষ্ঠ।

তিমির রাতে যেমন করে চন্দ্র থাকে মুখ লুকিয়ে
আর, আমি থাকি অপেক্ষমান দেখবো বলে তোমার চোখে।

ভোরবেলার ওই শিশিরভেজা ঘাস হয়ে থাকে  স্নিগ্ধ
তোমার চোখে দেখলে মায়া আমিও হই মুগ্ধ।

তোমার চোখেই দেখি আমি ত্রিভুবনের সৌন্দর্য
যাহা আমি পাইনি আজও জানিনা কার জন্য রেখেছো ধার্য।