তাহারি আঁখিতে দেখি আমি অধরা
আমারে চাহিয়া সেও হোক স্বয়ংবরা।
তিমির কে করিয়াছি মোর আপন
আলোয় দেখিবো বলে তাহার দু নয়ন।
দু-হাত তুলে জায়নামাজে বসিয়া
ঝরাইলাম কত অশ্রু তাহারে  সাধিয়া।
সাধ্য হইলে তারে করিবো আপন
অধরায় চাহিয়া তার কাটিবে জীবন।
ক্ষণিকের এ ধরায় থাকিবো না বেশিক্ষণ
যাইবার কালেও পাই যেন দেখিতে তাহারই লোচন।
বিষাদময় সংশয়ে করি প্রতিক্ষা
কভু কি এ অবনী তে মিলিবে তাহার দেখা?
একই শূন্যের নিচে আছি তো মোরা বেশ
তবু কেন হয় না মোর অপেক্ষার দিন শেষ?