সেদিন রাতে ভাবতে তাকে
জেগেছি সারারাত ,
ভেবেই পেয়েছি সাথে  হাটতে
ধরেছিলাম তার হাত ।।  
তোমার সাথে হাঁটতে গিয়ে
নিজে হারিয়েছি,
গল্প লেখা পাতা গুলি
তোমায় দিতে উড়িয়েছি ।।
তোমার বোলে মাঝে মাঝে
পেয়েছি কিছু কথা,
বুঝিনি তা ভালো নয় বাসা
কারন মাত্রই ব্যথা ।।
নিশীথ মানেই আধার রাত্রি
গল্প লেখা ছোট্ট পাতা,
খুঁজতে গিয়ে বিভার আলো
বুঝি হারালাম তোমায় পেয়ে ব্যথা ।।

মনে ছিল হাজার কথা
অল্প কিছু আশা,
বাসতে ভাল পাগল হয়ে
জমিয়েছি প্রান হারাবার বাসা ।।
তোমার স্বপ্ন পূরণ করতে
স্বপ্ন হাজার দেখা,
খুশির পথে হাঁটছি ভেবে
পার করেছিলাম রেখা ।।
বলতে তুমিও কোথায় তুমি?
বাসতে ভালো ডেকে,
হাজার ব্যথা ভুলে যেতাম
তোমার বেইমান মুখটি দেখে ।।
নিশীথ মানেই আধার রাত্রি
গল্প লেখা ছোট্ট পাতা,
খুঁজতে গিয়ে বিভার আলো
বুঝি হারালাম তোমায় পেয়ে ব্যথা ।।

বললে তুমি  তোমায় চাই
সারা জনম ধরে,
বুঝেছ কি তুমিই জানো
হঠাৎ গেলে ছেড়ে ।।
বাসতে  যদি ভালো তুমি
সত্যি একদিন আমায়,
মিথ্যা গানে সুর না মিলিয়ে        
থাকতে পাশে আমার ।।
হাতের কাছে চাঁদ টি পেয়ে
রাঙিয়ে দিলাম লালে,
সাহস পেলাম খুশি দিলাম
সেটা যে তোমারি বল-এ ।।
নিশীথ মানেই আধার রাত্রি
গল্প লেখা ছোট্ট পাতা,
খুঁজতে গিয়ে বিভার আলো
বুঝি হারালাম পেয়ে ব্যথা ।।

কি যে হল হটাৎ করে
তোমার হাসির মাঝে,
জানই তুমি ভালো করে
তুমি মেয়ে! এ কাজ তোমারই সাজে ।।
ভেবেছিলাম তোমায় নিয়ে
বাঁধবো সুখের ছোট্ট ঘর,
ঘুম ভাঙতেই ভাঙল স্বপ্ন
সব ভেঙে দিল আলগা ঝড় ।।
খুঁজতে গিয়ে তোমায় বুঝি
খুজে পাইনি নিজেকে,
মুক্তি দিতে ভুলতে তোমায়
তাই দেবো আজ তোমাকে ।।
নিশীথ মানেই আধার রাত্রি
গল্প লেখা ছোট্ট পাতা,
খুঁজতে গিয়ে বিভার আলো
বুঝি হারালাম তোমায় পেয়ে ব্যথা ।।

ভালবাসার মুক্ত রেখায় যদি
সব দিতে তোমায় ,
খুশি দেখতে তোমার চোখে
আনবো ডেকে মহাকাল প্রলয় ।।
ঝড়ের সাথে পাল্লা দিয়ে
কেন হেরেছি আজ ?
ছিলে না পাশে তুমি তাই
ঘৃণা করল রাজ ।।
ভুলে গেছো দেওয়া কথা
হারিয়েছ ভাষা,  
যেটা তুমি করলে শেষে
উঠবে না  আর ঊষা ।।
মনে রেখো না আমায় ভুলেও
গেলে অন্য কারও দেশে,
কষ্ট পাবে তখন তুমি
ভুল ভাঙলে শেষে ।।
নিশীথ মানে আধার রাত্রি
গল্প লেখা ছোট্ট পাতা,  
খুঁজতে গিয়ে বিভার আলো
বুঝি হারালাম তোমায় পেয়ে ব্যথা ।।