তুমুল ঝড় আর শিলা বৃষ্টির মাঝে,
জানিনা কেন তবুও তোমায় নিয়ে ছন্দ সাজে ।।
আমায় ভুলে  যেতে বলেছে তাকে,
শুধুই এই কারণে চার বার অপমান করেছে বাবা মাকে।।
চেষ্টায় আছি আজ তাকে ভুলে যেতে,
হয়ত কেউ জানেনা কষ্ট হয় ঘুমোতে রাতে ।
কেউ কি বলে দেবে আমায় ! কেন এতো ছলনা ,
কি দোষ আর কি ভুল করেছি একবার বলো না ??

সেদিন তুমি  লিখেছ চিঠিতে আমায়,
তুমি ভয় পাও …
যদি আমি ভুলে যাই তোমায় ।
জানিনা আজ কি যন্ত্রনা বসবাস করে মনে,
বলতে পারো কেন আসো বারে বারে আমার স্বপ্নে ।।
তুমি বলেছিলে ‘কিছুই দিতে পারিনি তোমাকে’
ভুল সোনা , তুমি দিয়েছ,
মিথ্যে স্বপ্ন আর অসহ্য যন্ত্রণাকে।
ভুলেই যদি যাবে তুমি এইভাবে একা ফেলে,  
ভাবতে পারিনি যাবে এভাবে , আধারে আমায় ঠেলে ।

আজ মিথ্যা হয়ে গেছে সব ভালবাসার কথা ,
সবাই জেনেই গেছে তুমিই ছিলে আমার একমাত্র দুর্বলতা ।।
তুমি চেয়েছ, তবুও ভুলতে পারিনি তোমায় ,
রাগ করোনা – বুঝে নিও এটা কখনো সম্ভব নয় ।।
কেন আসবে বলো , আমি যে গরীব বেকার ,
দোষ তো এটাই , তোমায় চেয়েছি দুঃসাহসী হয়ে বার বার ।।

তোমাকে ছাড়া এক মুহূর্ত পর্যন্ত কাটেনা্‌
বলতে পারো কেন রটিয়েছ এই মিথ্যা রটনা ।
তোমায় জরিয়ে লেখা কিছু গল্প- গান- ছন্দ হয়তো পড়েছ,
মনে হয় বোঝনি , হয়তো বুঝেও না বোঝার ভান করেছ ।।
জানিনা আমার স্বপ্ন গুলি কোন নোনা সমুদ্রে ডুবেছে ,
এতো মনের ভিড়ে বুঝি তাকে খুঁজতে যাওয়া টাই মিছে ।।
এতো কেন ছিল বল ওই মায়াবী চোখের কোনে,
বিষের মতো কোটি ফোটা জল । ঠাই পাইনি আমি যেখানে ।।
ইচ্ছা যদি জাগে কক্ষনও , মিঠে ব্যথা ফেরাতে ,
অল্পতেই পাবে খুঁজে, আমি মিলিয়ে যাইনি ওই ভিড় করা শহরেতে ।।