একটি পাখি চাল-চুলো হীন
ঘরটি আছে ভাঙা ,
সৎ কাজে তে কাটছে দিন
উড়তে নেই মানা ।
এত কষ্ট পেয়েও পাখি
গান বেঁধেছে মনে,
ভাবছে মনে নইত আমি দুখী
ভালবাসি স্বপ্নজনে ।
একটি পাখি অহংকারী
জন্ম পাকা ঘরে ,
স্বপ্ন ছিল দেবে শাড়ি
প্রেমে ফেলবে যারে ।
গায়ে ছিল মাংস গোটা
নাদুশ নুদুশ বটে ,
ঘৃণা ছিল মনে রটা
গল্প গেলো রটে ।
একটি পাখি দেশে আসে
নামটি ছিল সুন্দরী ,
থাকেন তিনি স্বর্গ বাসে
মনটা ছিল সোনার তরী ।
পছন্দ নয় অহংকারী
ভালবাসতে জানে ,
চাইতো না সে চুড়ি শাড়ি
প্রেম চাইতো মনে ।।
হটাৎ সেদিন চোখে পরে
গরীব পাখি টাকে ,
সেই পাখিটি গানটি ধরে
প্রেমে ফেলেছে তাকে ।।
ভালোবেসে সুন্দরী পাখিটি
গল্প শোনে পাশে ,
দুঃখী কেন?অশ্রু ভরা আঁখি
শুধায় পাশে বসে ।।
মনে পড়েছে তার কথা
তোমার কথা নিয়ে ,
মা যে আমায় দিল ব্যথা
একা ফেলে গিয়ে ।
বোনটি ছিলো মিষ্টি পাখি
কষ্ট ছিল না ,
বাবা ছিল বড্ড দুঃখী
পা দুটি যে ভাঙা ।।
বাবা আমায় সুর দিয়েছে
প্রান দিয়েছে গানে ,
মা সৎ হতে শিখিয়েছে
বোন রয়েছে প্রাণে ।
তাইতো আমি নইকো দুঃখী
তারা আছে সাথে ,
গান গেয়েছি তাইতো খুশী
ঘুম এসেছে রাতে ।।
তোমার কষ্টে আমি কাঁদি
শুনে তোমার গল্প ,
মনটা দিলাম তাই, যদি
বিশ্বাস রাখো অল্প ।
সারাজীবন থাকবো পাশে
কথা দিলাম এই ,
হারিয়ে গেছি এক নিমেষে
তোমার ঐ প্রেমমগ্ন গানেতে ।
কদিন পরে উঠেছে সুর
কোথায় গেলে তুমি ,
হারিয়ে গেছে সে বহুদূর
শুধু পরে রয়েছি আমি ।
গানে গানে খুঁজেছি তাকে
প্রান কেঁদেছে ঘরে ,
পাইনি তাকে বছর কয়েক
হারিয়ে গেছে সে অনেক দূরে ।
এগিয়ে আসছে হেঁটে নীল শাড়িতে ,
আসছে বলো কে??????
হটাৎ দেখি লাল চুড়িতে
এ তো সুন্দরী যে ।
পাশে ছিলো ছোট্ট ছেলে
ভারি মিষ্টি মুখটি,
দৌরে গিয়ে নিলাম কোলে
গান শোনালাম একটি ।
আশায় থেকে হারিয়েছি
গভীর ভাবনার দেশে ,
আজ আমি মরিয়া হয়েছি
বাউলের গেরুয়া বেশে ।
তুমি জাগালে প্রেম মনে
প্রদিপ জ্বালিয়ে সন্ধ্যায় ,
আজও আছো মনের কোনে
ভুলে গেছো কি আমায় ????
ভুলিনি তোমায় ওগো
ভালোবাসার পাত্র ,
আমি তো হারিয়েছি ভাবো
তুমিই ছিলে প্রেম একমাত্র ।
পিতা আমায় পাঠিয়েছে
চুড়ি শাড়ির দেশে,
আহংকারী শুধু সেখানে আছে
মন নেই বুঝেছি শেষে ।
তাই তো তোমায় এসেছি বলতে
হারিও না তুমি আর তোমার সুর,
বেঁধে রেখো রেখো কবলতে
আমি হারিয়েছি বহুদূর ।
যেও গো আমায় ভুলে
আশা রাখি এই আমি ,
ভালোবাসার প্রতিদান তুলে
হারিওনা অরন্যে তুমি ।
যাও… যাও, তুমি থেকো সুখে
প্রার্থনা করি তারে,
এক ফোঁটা বিষ ঢেলে মুখে
বাঁচিব চিরতরে।।