কবে যে কোন পথে
মূল্যহীন জীবন চেনা ।
অজানা গানের সুর  
মিলিয়ে গোছানো সান্ত্বনা । ।

এলোমেলো খেলনার সাথে
পরে থাকল জানি
তাঁর সাথে ছড়ানো স্বপ্ন গুলিও
বৃথা মানি । ।

ভাগ্য নয় কপাল নয়
দোষ , তা আমারই বোঝাই
পাথর জমে ঘষে তোলা
যা করেছিলেন খোঁদাই ।।

ঝর্না সুরে গান লেখা
কল্পনায় গল্প ভেসে ওঠা
রক্ত লালে খত শত
নীমেও পাওয়া লক্ষ মিঠা ।।

জীবন তোমায় নমন
সুন্দর পৃথিবীর অংশ দিতে
জন্মভুলে নৌকাডুবি
অল্প কোথায় মিছে ব্যথা আঁখিতে

না ফেরার গল্প করে
স্বল্প নোনতা জলের গভীরে
আঁকাবাঁকা হাতের রেখা টানতে
নিশ্চুপ বসে থাকা কোন জুড়ে আসরে

দুর্গার মূর্তি বানানো
মাটি বাঁচা ধূলিতে
হয়তো তখনি বেছেছি
বলেছি দেহ নির্মাতে ।  

আকাশ পথে পর্বতের চুড়াতে
তাকানোই শ্রেয় , দাড়িয়ে
লক্ষ্য শেষে আশাহীন নিশ্বাসে
কেউ গেলো রেতের তৈরি ঘর মাড়িয়ে

হাজার ঘাত সহ্য
দুমড়ে পড়া মাটিতে
ছারখার কেন ?? শুধুই
দু দণ্ড মুক্তার হাঁসিতে

দতের কালী ফুরন্ত কালে
আবছা লিপিতে
বুঝি লিখতে বলা নিজেরই
হারানো তাই জানা শোনা গলিতে

দিন গোনা শুরু এখানেই
পৌছাতে তোমার তরে
ও প্রভু সাড়া দিয়ো
                   অন্তিম আবেদনে
আর ফিরিও না আমায়
             এই উত্তম পৃথিবীর দ্বারে  ।।