বুকের মাঝে ছোট্ট নদী
নদীর বুকে উথাল পাতাল ঢেউ,
গোপন ব্যাথার শীতল হাওয়া
দেখে না তো কেউ!
এই নদীতে বয়ে চলে
তোমারি প্রেমের নাও,
নাওয়ের বুকে উড়ছে পাল
দেখতে তুমি পাও?
দূরের আলো দূরের আঁধার সব পেরিয়ে
নীড় খুজে পায় পাখি,
তোমার আশায় এ অবেলায়
একলা দাঁড়িয়ে থাকি।
বুকের ভেতর সুপ্ত প্রেম
তোমার আশায় থাকে,
আসলে তুমি আমার প্রেম
জোয়ার হয়ে ভাসে।