আপন আপন করে সবাই
কেউ আপন নহে
এই ভুবনের তরে
আজ যা আপনারে
কাল হবে যে পর
মায়াময় এই জগত
বড়ই ছলনাময়।
কেউবা সুখের সাগরে ভাসে
কেউবা দুঃখের সাগরে তলিয়ে যায়
মোদের আগমনে উল্লাস
ফেটে পড়ে সকলের তরে,
অবেলার ডাকে বিদায়কালে
পানির বাধ ভেঙ্গে যায়
সকলের চোখে।
হারিয়ে যায় মৃত্যুপুরীর দেশে
জন্ম আর মৃত্যু
এরই মধ্যখানে
জড়িয়ে পড়ি ভালবাসার বাধনে।
ভুলে যায় মোরা
মোদের প্রস্থান একা
ধরণীর তলে বিদায় ও একা
একা একা শুধু একা
সকলে মোরা একা।