ইচ্ছে করে হারিয়ে যাব
অজানা কোন দেশে,
পাখির মত উড়বো আমি
মুক্ত ডানা মেলে।
দেশ ছাড়িয়ে পৌছবো এসে
চন্দ্রদেবের দেশে,
আমায় দেখে চাঁদের বুড়ি
আসন পেতে দেবে।
নীল সাগরে ভেসে যাবো
ঢেউয়ের তালে তালে,
তাই দেখে সগর কন্যা বলবে,
তুমি, আমার বন্ধু হবে?
সবুজ পাহাড় ডাকবে আমায়
হাতছানি দিয়ে,
ঝরনা তার মধুর সুরে
হ্নদয় ছুয়ে যাবে।
সূর্যি মামা অস্ত গেলে
ফিরব আপন ঘরে,
সেথায় আছে সকল সুখ
আমার মায়ের কোলে।