শুরুটা কোথায়?
প্রশ্ন দিয়ে, কেন? জানি?
না, জানার চেষ্টা করছি?
নাকি জানতে পারবো?
-জানলেই কি মানতে পারবো?
একটা প্রশ্ন।খুব সাধারণ প্রশ্ন।
কি? উত্তর আছে?
থাকলেই বা কয়টা আছে?
তুমি যা? সে কি তা?
নাকি আমি যা তা?
এক সুরেই কি সব গাঁথা?
-নাকি সবই মিথ্যা? মিথ্যায় জড়ানো সত্তা?
যদি শুধাই,কিভাবে?
দেখি কি সব একভাবে?
ভিন্ন? কে কোন স্বভাবে?
কে? বলো, কেই বা না আছে অভাবে?
-কতজন আছে শুনি, জবাবে?
প্রশ্ন? এত প্রশ্ন? প্রশ্নের উপর প্রশ্ন?
শেষ টা কোথায়?
এই প্রশ্নই কি খুঁজে বেড়াই?
নাকি প্রশ্নের উত্তরে, প্রশ্নেই হারাই?
-এত প্রশ্নের মধ্যেও আবারো প্রশ্ন-
প্রশ্নে প্রশ্নবোধকের জায়গা- কোথায়??