চৈত্র মাসের মাঝামাঝি একটা সময়
কাকপোড়া রোদে বসে অপেক্ষায় তুমি
তীর্যক রোদের ঝাপটায় তখন তুমি বিরক্ত।
ভূলে ছাতাটাও বাসায় ফেলে এসেছো
এমন সময় হঠাৎই আমার উদয়
আবিষ্কৃত আমি রোদের বিমুখে
আমার ছায়ায় তোমার স্বস্তি হয়ে।
অভিমানে বললে, এতো দেরি ক'রে এলে?
বললাম আমি, ঐ অভিমান মাখা বিরক্তের
সোনালি আলোয় মুখটা দেখবো বলে!
দূরে দাড়িয়ে দেখছিলাম। বৃক্ষের
মত ঠাঁই দাড়িয়ে আরও বললাম,
দেখেছো, ঐ সূর্যের সাথে আমার মিল?
সূর্যের উষ্ণতা আর আমার অপেক্ষায় তুমি যে কাহিল।
আবারও বললাম, ঐ বৃক্ষের সাথে কি
আমার মিল খুঁজে পাও?
আমার হৃদয় ছায়ায় তোমার স্বস্তি কি
আরো বেশি চাও?
অভিমানী তোমার চোখে চোখে
সেদিন ঠিকই বলে দিয়েছিলাম,
আমি তোমার সূর্য হতে চাই না
চাই না হতে তোমার পুরো আকাশ,
বৃক্ষ হয়েই দেব ছায়া
ছিল সেটাই সেদিনের আভাস। 😊