অনেক দিন ধরে একটা কবিতা লিখব ভাবছি।
তোমাকে নিয়ে তুমিময় কাব্য।
যেই তুমাকে আমি খুঁজে বেড়িয়েছি
প্রতি বসন্তের কৃষ্ণচূড়ার লালে,
শীতের কুয়াশার চাদরে,
সন্ধ্যার পশ্চিমে লাল হয়ে থাকা সূর্যের আভাতে।
এমনকি, চিরচেনা সাথী হয়ে থাকা আমার
ছায়ার মাঝে।😊
নাহ...! আমি তোমাকে খুঁজে পাইনি।
তোমাকে খুঁজে পাইনি আমি
কোনো রুদ্রছায়ার খেলাতে
বর্ষারাতে টিনের চালে বৃষ্টির শব্দে
এমনকি এক পশলা বৃষ্টি শেষের রংধনুতে।
তারপরেও তোমাকে খুঁজেছি
নয়নের স্বপনে, কল্পনায় আর অনুভূতিতে।😊
হ্যাঁ.... অবশেষে তুমাকে পেয়েছি।
হ্যেঁ তুমাকে পেয়েছি,
আমার চিরচেনা সেই কল্পনার মাঝে।
পেয়েছি তোমাকে আমি নীল শাড়ি আর কাল টিপে।
প্রতিদিন একটা একটা করে জমানো টিপের ডায়েরিতে।😊
আর..
আর এখনও পরম মমতায় আগলে রাখছি
তোমার ভুলগুলোকে।