আমি নিষ্পাপ-নিষ্কলঙ্ক
                   ছিলেম নির্বিকার,
  দেখেছি প্রতাপ, অভিলাষ শত
              হৃদয় হয়েছে উজাড়।  

নিকোটিনের মত ফুসফুস আমার
      হাতিয়ারে করেছো ছিদ্র,
লোভ-লালসার অন্ধ দু'চোখে
        কতই না হয়েছি দগ্ধ।

দেখেছি কত, অন্যায় শত
অত্যাচারে পীড়িত সুখ,
বারংবার করেছি ক্ষমা, দিইনি প্রতিদান
    দেখে সব মায়া মুখ।

চিতার অনলে দেহ জ্বালিয়েছো  
    মরমের আগুনে পুষ্প
নিদারুণ জ্বালায় করেছো কত
       অাঁখির নদী বাষ্প।

সেই বাষ্পেই বারি ঝরায়ে
  দিয়াছি তোমারে সুখ
বুক ছিড়ে তাও খুঁজে বেড়াও
  অট্টালিকায় কেবল সুখ?
  
তুমি তোমারেই রক্ত ঝরাও
পেটের খাবার বুক ছিড়ে খাও
নোনা আর্তনাদে গগন ফাটাও
            ছিলেম নিশ্চুপ...

এখন বোধহয় সময় এবার
ক্ষুদে সৈন্যের বিস্তার আবার
তোমার খাবার হবে সাবাড়
দেখি..
      কি করে থাকো চুপ!


জেনে রেখো,
দিনশেষে কেবল আমিই অপরূপ!