স্বপ্ন দেখেছিলাম,
একদিন দেশ স্বাধীন করব।
দু'পায়ে ভর দিয়ে
মাথা উচুঁ করে দাঁড়াবো।
দেশ স্বাধীন হলো।
একটি ফুলকলি বাঁচাতে
যুদ্ধে অর্ধেকটা পা গেল।
তারপরেও, লাঠিভরে স্বপ্ন দেখেছিলাম
মাথা উচুঁ করে দাড়াবো।
নিজের অন্ন জোগাবো..
সন্তানদের ভালো ইস্কুলে পড়াবো..!
প্রফুল্ল মনে, স্বস্তির নিঃশ্বাসে, চায়ের আড্ডায়
বীরত্বের ঝড় তুলবো।
তা...তা আর পারলাম কই..?
এই এক আর অর্ধেক পা আমাকে
অন্ন যোগানের কাজ দেয় নি,
সন্তানদের ভালো ইস্কুলে পড়তে দেয় নি
চিকিৎসার অভাবে মা'কে বাচঁতে দেয় নি।
আমাকে...আমাকে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে
ভিক্ষাও করতে দেয় নি।
তাহলে, কি পেলাম আমি
বাপ-বোন-ভাই হারিয়ে এই স্বাধীনতায়?
ভূল কি ছিল, আমার স্বপ্ন দেখায়??
শোষণ থেকে মুক্তি পেয়ে
কি শাসনে চলছে এই স্বাধীনতা?
যে স্বাধীনতা..
মাথা নিচু করেও বাঁচতে দেয়না
স্বাধীনতা সংগ্রামী দেড় পেয়ে বাঙালটাকে..!!😰