বাহিরে গুমগুম, ভেতর নিস্তব্ধ
বৃষ্টিজল ঝুমঝুম,আমরা প্রাণবন্ত।
কালো মেঘে ঢাকা আকাশ, দৃষ্টি নীলশূণ্য
ছাতার নিচে দু'জোড়া চোখ, স্বপ্ন দেখাতে মগ্ন।

প্রাণহীন রাস্তায়, কেবল আমরাই বিস্তৃত
পঞ্চআঙুল ভিন্নজোড়া, যেন আজ প্রশান্ত।
হঠাৎ,
বাজের ধুপ শব্দে,
আমার গায়ে তোমার গা একসাথে,
আবিষ্কৃত তোমার মাথা আমার বুকে।
স্বপ্নচোখে শুভদৃষ্টির বিনিময়ে,
নিঃশ্বাস ভারী তোমা-আমার ফুসফুসে।😊

হাতে রেখে হাত, চোখে রেখে চোখ,
উত্তাল মন বলে,হোক না যাই বা হোক.....
উড়ে গেল ছাতা, উধাও হল সম্ভ্রম
ছিল সেদিন, তোমা-আমার প্রথম চুম্বন।😆

পিছু ফেলে মায়া আর সমস্ত অভিলাষ,
ছিল সেদিন, আমাদের স্বপ্নের বৃষ্টিবিলাস....!!