কাদোঁ বাঙালি কাদোঁ,
বাধঁভাঙা অশ্রুতে জোড়াসাঁকো বাধো,
স্বপ্নভঙ্গের নিদারুণ জ্বালায়
পুড়োও আরও পুড়ো,
বঙ্গের অদৃষ্টতে ধি-ধিক্কার করো।
যেখানে একটা স্বপ্নের শুরু ছিল,
প্রিয় একজন স্বপ্নগুরু ছিল,
অজানা বাধঁ ভাঙ্গার হাতিয়ার ছিল,
পরিশ্রান্ত মনেও ভরসা ছিল,
তেপান্তর পাড়ি দেয়ার সাহসিকতা ছিল...
তা...তা আজ কোথায় হারিয়ে গেল?
কোথায় আজ সেই জাদুময় দুর্বার হাসি,
কোথায় হারিয়ে সেই বজ্রকণ্ঠধ্বনি,
কোথায় সেই, সপ্নেদেখা সোনার বাংলা?
কেউ কি জানে সে কালরাতের কথা
বাঙাল জাতির অশ্রুভরা শোকগাথাঁ?
ধানমণ্ডির ৩২ নম্বরে লুটিয়ে থাকা কিছু মাথা
বর্বর, পথভ্রষ্ট, হৃদয়হীন মানুষদের দেশ বিপথে নেয়ার সার্থকতা?
নাহ্, আমরা কেবল ইতিহাস শুনেছি।
উপলব্ধি করতে পারিনি!
পারিনি রুখতে একটি সোনার বাংলা,
কৃষাণের হাসিমুখ, বোন ধর্ষণের বিচার,
পারিনি আজও ৩০ লক্ষ ত্যাগের স্বাধীনতা
যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দুবেলার দুমুটো খাবার।
এখন মনে হয়
বর্বর পথভ্রষ্ট সেই বাঙালদের জন্যে
কবিগুরু হয়তো ঠিকই বলেছিলেন,
"রেখেছো বাঙাল করে, মানুষ করো নি"
তাইতো তোমরা জাতির পিতা
শেখ মুজিবর রহমানের কীর্তি বুঝ নি!