একুশ আমাদের বাঙালি জাতির অহংকার।
একুশ ইতিহাসের এক শ্রেষ্ঠ অলংকার।
একুশ তুমি,
মায়ের ভাষায় কথা বলার অধিকার,
একুশ তুমি,
শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ মনিহার।
একুশ তুমি অপরাজেয়..
সাহসিকতার এক বিরাট সাক্ষাতকার।
একুশ তুমি মৃত্যুঞ্জয়..
ফিরে আসো না আবার।।
একুশ তুমি,
স্বাধিকার আন্দোলনের প্রথম পথিকৃৎ
একুশ তোমার জন্যে
করেছি নিজের জীবনটা 'মৃৎ'।
একুশ, তোমার জন্যেই,
সালাম-রফিক-বরকত দিয়েছে সতেজ প্রাণ
একুশ,তোমার জন্যেই,
আজ আমাদের এত সম্মান।
একুশ তুমি জীবন,একুশ তুমিই মরণ,
একুশ তুমি, আমার বাঙাল জাতির "সম্ভ্রম"।
একুশ তুমি তো,
মধুসূধনের ভূল বুঝা কাব্যগুলো,
একুশ তুমি তোমার চেতনাতেই
বাঙালির হয়ে যাওয়া এলোমেলো।
একুশ,তুমি কাজী নজরুলের বিদ্রোহী আহ্বান।
একুশ তুমি রবীন্দ্রনাথের সুশীল গীতিগান।
একুশ তুমি,
নতুন জীবনের প্রথম সঞ্জিবনী
একুশ তুমি নিজের অধিকার আদায়ে,
সাপের মত ফুসেঁ উঠা ফনি।
একুশ তুমি,বজ্র কন্ঠে ভেসে আসা প্রতিবাদ,
একুশ তুমি, অধিকার আদায়ের প্রথম সংঘাত।
একুশ তুমি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে "রক্তাক্ত প্রান্তর"..
একুশ তুমি,
তোমার চেতনায় পাড়ি দেওয়া তেপান্তর।
একুশ তুমি,
"আমার ভাইয়ের রক্তে রাঙানো ফেব্রুআরি...
সে কথা কি আমি,আমরা, কোনোদিন ভুলিতে পারি?