কেমন আছ প্রিয় দিনগুলো ?
কেমন আছ প্রিয় বন্ধুগুলো ?
মনে কি পড়ে আমাদের একসাথ কাটানো সময়গুলো ?
একসাথে বসে যে আড্ডা দিতাম,
দোকানে বসে চায়ের কাপে যে ঝড় তুলতাম,
স্কুলে একজনের দোষে যে অন্যজনকে ফাঁসিয়ে দিতাম,
মনে কি পড়ে বন্ধু ?
মনে কি পড়ে ?
মনে কি পড়ে ,
প্রথম ভালোবাসার চিঠি তোর আমি লিখেছিলাম,
ব্রেক আপের পর ঠিক রাস্তায় একসাথে আমরাই হেটেছিলাম,
আবার নতুন প্রেমে পড়ার আশা জ্বেলেছিলাম,
ওমা ! হুট করে দেখি আরে আমিও প্রেমে পড়লাম !
মনে কি পড়ে বন্ধু ?
মনে কি পড়ে সে
একসাথে উঠা বসা,
একসাথে থাকা খাওয়া,
একসাথে আদুভাই হওয়া,
একসাথে চলা ফেরা,
একসাথে স্বপ্ন দেখা ?
যে বেঞ্চে বসে যে গান গাইতাম
সে বেঞ্চটা আজ ভীষণ একা,
মানুষগুলোও ক্লান্ত ,
সবাই দূর, অনেক দূর ।
একটুও সময় নেই
পিছে ফিরে তাকাবার, সময় নেই ।
বন্ধু, তোরও কি মনে পড়ে ?
তুইও কি ফিরে যেতে চাস সেই দিনগুলোতে ?
তুইও কি স্মৃতি বহন করতে করতে ক্লান্ত,
দেখ আজ বন্ধুত্বটাও বিভ্রান্ত ।
তারা কখনো পুরোনো হয় না ,
তাদের ভাবার জন্য বিশেষ কোন মুহুর্ত লাগে না ।
তারা ছিলো, আছে, থাকবে
আমার ছায়ায় মিশে , যতদিন আমি বাঁচি ।
ওরে প্রিয় সময়গুলো
একবার না হয় দেখা দাও ,
একবার না হয় ফিরে যাওয়ার ক্ষমতা দাও ,
একবার না হয় প্রকৃতির নিয়মটা বদলে যাক ,
প্রাণে প্রাণ দাও ।