আকাশ ভেঙে পড়ছে তারা
      তারার মেলায় আজ রাত্রি দিশেহারা
এই রাত্রি যে পথহারা
      আর বাতাস কত আশাহারা

কত প্রাণপণ চেষ্টা
     কত মরিচীকা সত্য
আকাশটাও তার নীল হারিয়ে
     মিথ্যায় আসক্ত ।

কান পেতে থাকে নিশিরাত,
    হয় না এইখানে কখনো প্রভাত ।
চির অন্ধকারের দেশ এক
    ভুলের পাথরে জমে গেছে
  বড় বড় সব অনুভূতিহীন অনুভবের ইমারত,
  খেলাঘর পড়ে থাকে শূণ্যতায় ডুবোরত ।

রাত গভীর হয়,
   আর আমাদের উপেক্ষিত উম্মুক্ত ভ্রমে
  খুজে পাই কিছু আত্মা অশান্ত অপ্রতিভ আলোতে ।

পুরাকাল তদারকি করে,
    ভ্রম বাস্তবতায়,
         আবার হারিয়ে ফেলি আমরা নিজেকে,
         আমাদের আঁধারে ।
অবশ তারাজ্বালা অন্ধকারের আক্রোশে
         ডুবে যায় সব ভাবনা
    নিরস্ত্র যুদ্ধে অনুভব যায় হেরে,
         মিথ্যাকে তৃপ্তি নেয় বরণ করে ।।

রাত আরো গভীর হয়,
      সব আলো নিভে যায়,
      ডুবে যায় শহর আধারে ।
      সবদিকে হয় মিথ্যার অনুবাদ,
      নিঃশব্দে বুঝে যায় নিস্তব্ধা
      আমাদের যে নতুন প্রতিবাদ ।
      
আমাদের কথায় বেড়ে ওঠা কথার প্রাচীর,
ধুলোয় জমে গেছে তার চেয়ে প্রাচীন আমাদের প্রেমআলাপ ।
শূণ্যতার অস্তিত্বে ভরে গেছে শহর আমাদের,
বিভ্রান্ত বিশ্লেষণের চেতনায় স্মৃতির আচরণ হয়ে ওঠে খারাপ ।

শুকনো ঝরা পাতা জ্বলে,
     ধুয়োয় মিশে যায়
     অনুভব তার অনুভব হারায় ।