নিস্তব্ধ সময়,
নির্ঘুম রাত ,
কাল আধারে সবই মহামত ।
হেটে যেতে চাই একলা দূর দেশে,
যেখানে হারিয়ে যেতে দিবেনা কেউ অসমতাতে ।
দাড়িয়ে দেখবো চাঁদটাকে,
যেন কলঙ্ক না লাগে পরম আরশে ।
রয়ে যাবে অফুরান্ত ঘর আধার
মনে মনে কল্পনা করব,
আমি ভাববো,
এই স্বপ্ন যেন না শেষ হওয়ার ।
দীর্ঘ নিশ্বাসে বলতে হয়,
কল্পনা কবুও সত্য হবার নয়,
হয়ে যায় সব সত্য কেবল অভিনয় ।