আমি তবুও জেগে থাকি
রক্তক্ষরিত স্পন্দনে ।
আমি তবুও নিজেকে বেঁচে থাকার
আহ্বান করি,
কংক্রিটে জমে থাকা দুঃস্বপ্নে ।
পারছিনা,
আজ দখিনা বাতাস উড়িয়ে দিচ্ছে
সব ধুলোয় জমানো কবিতা,
ভুল অভিমান ।
ছাড়িয়ে ছিনিয়ে নিচ্ছি তোমার জন্য
সব পিছুটান ।
আমি তবুও উন্মেস করি
তোমার প্রতিচ্ছবি ভুল দর্পণে
আমি তবুও জলের ধারা বয়ছি
জ্যোতিহীন আমার দু'চোখে
পাবনা, জানি তোমায় কবুও নিজের করে
তবুও নিরালা সন্ধ্যাতারা বিরাজমান অবমান
আমি তবুও সভ্যতা গড়ি
ঘাসের ডানায় মেঘলোকে
আমি তবুও বিরাজ করি
তোমার মনের অবশ দেয়ালে
পেরেছিলাম,
জমাট দুঃখ ধুয়ে দিতে জমানো সুরে ।
ছেড়ে দিতে ভেঙেছিল কত হৃদস্পন্দন,
সর্বভুক ব্যাকুলতা কাটাতারের সমীকরণ ।
আমি তবুও ক্যানভাস আঁকি
সাদা
আবছা কালো আলোতে ।
আমি তবুও বাঁচিয়ে রাখি
স্বপ্ন
প্রলয়ের ঘূর্ণিঝড়ে ।
এখন তাহলে শুনে নাও আমার
কামোচ্ছ্বাস খন্ডন ।।
আমি আজ তোমায় দেখি,
পোড়া ঘরের নষ্ট দেয়ালে ।
আমি আজ অপেক্ষা করি
অন্য কারোর,
জীবনের অন্য মোড়ে ।