আমি কেউ না, তবুও আমি অনেক কিছু
আমি মায়ের কাছে সকালের প্রথম কিরণের মতো নির্মল
আমি সে কিরণে কোন লোকের অন্ধকারের আহ্বান ম্লান
আমি কেউ না , তবুও তো আমি অনেক কিছু
আমি কোন এক দুঃখিনীর এক পলক দেখার ইচ্ছা
সন্ধ্যা রাতে অনেক আবেগ এক হয়ে যাওয়া ক্ষণ, কিছু মিথ্যা ।
আমি কিছু মানুষের সাথে ঘটে যাওয়া নিষ্ঠুর মুহূর্তে সঙ্গী , কিছু মানুষের দুঃখের ক্ষত মুছে ফেলে দিতে দেখার সাক্ষী ।
আমি কেউ না তবুও আমি অনেক কিছু,
আমি কয়েক মানুষের বেঁচে থাকার কারণ
আমি অনেক মানুষের হীংসার প্রার্থনায় স্বাদী মরণ ।
আমি কেউ না, দিন শেষে আমি কেউ না ...
তবুও তো আমি অনেক কিছু,
আসলেই কি অনেক কিছু ?