সখী,তোমার নূপুর খোলো
পুরাতন মনে বেদনা আমার
আর জাগিওনা, মিনতি করি
যমুনার ভাঙন আর ধরিওনা
ভাঙা হৃদয় আমার,ক্ষমা কর
হে সুন্দরী এই মহান অপরাধ;
তারচে ঐ নাঙ্গা সোনার পা'য়
শরতের রূপালী জল মাখো
কাশফুলে জড়াও তোমায়
বানারের তীরে,সেই ভালো
এই আধমরার গালে তবু
একটু হাসি ফুটুক, ক্ষতি কি
যদি কদমের রেনু ছড়িয়ে কেউ
মুক্তার দানা কুড়াতে চায়
তোমার পা'য়, তবে বারণ কেন?
ফিরে চাও বানারের রাণী
একবার পূর্ণ কর আমায় ৷