জানি আর ফিরবেনা কোনকালে
ফেরা হবেনা আর, নিয়মের বেড়াজালে
বৃত্যবন্দী অষ্টপ্রহর-সকালের লাল সূর্য্য
দেখার আগে মুয়াজ্জিনের ডাকে
ঘুম ভেঙে আর ডাকবেনা-রাখবেনা
আমায় সকালের প্রার্থনায় ৷
দূর হতে আর খোঁজবেনা সন্ধ্যায় ৷
কফিতে চুমুক ঠিকই দিবে, মাঝে মধ্যে
চোখদুটো কি আজ এখনও উতলায়?
নাকি গরম ধোঁয়ার সাদা আভায়
আকাশের নীলে কালো মেশায়
তপ্ত চোখের অবাক ভেজা দৃষ্টি ৷
জানি মাঝরাতে আর স্বপ্ন ভাঙবেনা
ভাঙাবেনা অলস-ক্লান্ত ঘুম আমার
ফুঁপিয়ে বাতাস ভারীও করবেনা
করবেনা সরল অভিমান, আর
ভবিষ্যতের পাতাগুলিও ছিঁড়বেনা;
কিশোরীদের ওটুকুই দরকার৷
নিয়ম করেই দিন কাটাবে রূটিনমাফিক
চলবে জীবণ,প্রতিদিনের একই মত
সারাজীবণ, হায় রে জীবণ
শেষ বেলায় আজ শুরু যদি হত...