তোমার গর্ভেই জন্ম আমার, প্রিয়তমা
বত্রিশ বছর পর গোধূলির শেষ বেলা
মৃদু কুয়াশার অস্ফুট আঁধারে;
আজন্ম সাধনা আমার, বসন্তের
সূচনা এই শীতে-মাঘের দেশে
কাঠ-ফাটা ঠোঁটে ফোঁটা ফোঁটা
রক্তের খুশি আমার শতবর্ষের
একটিমাত্র স্বর্গযোগ ৷
তোমার গর্ভেই জন্ম আমার,
কেননা আমার বিচরণ এখন
সর্বক্ষণ কার্পাসের হালকা পা'য়
খোঁজে দেখ পাবে আমায়
সদ্যোজাত মৃগীর
অবাধ চঞ্চল বিচরণে,
নূপুরে বেঁধেছি যারে
ভুলের পৃথিবীরে
ভালবেসে
হৃদয় পিঞ্জরে ৷