তুমি আমার প্রথম লুকিয়ে কথা বলার দেখা করার ফিলিংস...
তুমি আমার প্রথম স্কুল ফাঁকি..
তুমি আমার হাতে হাত রেখে একসাথে থাকার প্রতিশ্রুতি...
তুমি আমার নীল আকাশে এক উড়তে থাকা রঙ িন করে তুমি আমার জোছনা রাত হাতে হাত জল ছাড়া...
তুমি আমার কাঠবিড়ালি বকুলতলা বেলি ফুলের মালা..
তুমি আমার বৈশাখী ঝড়, দমকা হাওয়া, কাঁথার ভেতর গুঁজে থাকা কোলবালিশ...
তুমি আমার হারিয়ে ফিরে আসা প্রথম প্রেম, প্রথম স্পর্শ, রাগ করে ফুলে থাকা এক দীর্ঘ রজনী .
তুমি আমার সাদা পাঞ্জাবির বুক পকেটে আঁকা তোমার প্রিয় ফুলের নকশা হাতে আঁতর আর সুরমা দেন তুমি আমার শেষ ইচ্ছে মৃত্যু সময়ের একমাত্র সহচারি