একদিন তোমাকে সব বলবো কেন আমি পাহাড় হতে গিয়ে পাথর হলাম! উত্তাল সমুদ্রের মতো মানুষ ঠিক কতটা হারালে শান্ত নদী হয়! একদিন তোমাকে বলবো.... কেন আমার মানুষের চেয়ে একাকী থাকতে, বেশি সাচ্ছন্দ বোধ করি! কি জন্য আমার আলোর চেয়ে অন্ধকার বেশি ভালো লাগে! একদিন তোমাকে বলবো.... কোন জাদুতে এখন আর আমার চোখ ভিজে না! সব বলবো