একটা রেলের মতো বোকা একরোখা মন থেমে গেছে
চিন্তা পিঁপড়াগুলো জেঁকে ধ'রে এই মন ঘেমে গেছে
সু-সময় যে কেন পাখির ডানার মতো ছিঁড়ে পড়ে
কেন্নোর পিঠে চাপা দুখী দিনের ব্যথা ঘিরে ধরে
কোন ঢেউ কি কভু আছড়ে পড়ে যেচে নদী বাঁকে
সূর্য-শশী মিলে জানাবে প্রেম রাত্রি ও দিবাকে
অন্ধ থেকে যাবে হুঁশ হবেনা যে তাঁর কখনো আর
সংকুচিত নিয়ম থাকবেনা অপেক্ষা নখঁ-ও নোয়ার
সময় চাকার বৃত্তে ঘোরা জ্যামিতিক তান শোনা যায় না
সুস্থ ধরণীর গান কথা সুর কলতান বোনা যায় না