পথ চ'লে যায়, পথিকও যায়!— আমি শুধু চেয়ে দেখি
আমাকে হারায় তারা।— কেউ ভাবে হয়তো ন্যুব্জ আমি
স্থিরতার ভারে!— অত্যাশ্চর্য সাফল্য আমার
কাছে অদর্শনের বস্তু!— বরঞ্চ আমার ব'সে
থেকে অলস সময় পার করাতেই আনন্দ!—
আকাশের দিকে কাতর চোখে চেয়ে দেখি মেঘের বেগ,
পাখিদের বেগ, এবং বিমান।— কিসের তাড়না এতো?—
আমিও যুদ্ধবাজ!— আমার-ও আছে পরিখায় ব'সে
দিনাতিপাতের নীল'নকশা বানাবার চিন্তা!— আমি
ধীর নদী এক।— আমার জলের মিষ্টতা, ছোঁয় ঠোঁট
তাহাদের!— শুধু প্রবল ঢেউ-এ ভাসাই'নি কখন-ও
কাউকে!— আমার জলে যায় ঢিল ছোঁড়া।— আক্ষেপ তবু
নেই!— গতিশীল আঁধারে তলিয়ে যাবার চেয়ে এতেই
যে আমার মনে আনন্দ!— আমি শুধু চেয়ে দেখি, তারা
দূরে স'রে যায়, আমাকে হারায়...